top of page

অসমে ১৭ জেলা বন্যা কবলিত, ৪ লাখেরও বেশি মানুষ ঘরছাড়া




অসমে ১৭টি জেলা বন্যাকবলিত হয়ে ৪ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। অসমের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মতে, ব্রহ্মপুত্র নদীর অতিরিক্ত জলের জন্য রাজ্যের ১৭টি জেলায় বন্যা দেখা দিয়েছে। এর ফলে ৪ লাখ ২৩ হাজার ৩৮৬ জন মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছেন। বন্যার জন্য প্রায় ১৬ হাজার ৭৩০.৭২ হেক্টর জমির ফসল নষ্ট হয়ে গেছে। অন্যদিকে নদী ভাঙনের জন্য ১৯টি গ্রামের অস্তিত্ব বিপন্ন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ৬৪ টিরও বেশি সড়ক ও কমপক্ষে এক ১০ -১২ টি সেতু জলে ডুবে রয়েছে। ত্রাণ ও উদ্ধার অভিযানে নিয়োজিত সেনা ও এনডিআরএফ টিম জলের মধ্যে আটকে পড়া মানুষদেরকে উদ্ধার করছে।


বন্যায় ধেমাজী, লাখিমপুর, বিশ্বনাথ, বরপেটা, চিরাং, গোলাঘাট, জোরহাট এলাকা গুলি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে, রাজ্য সরকার ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য পাঁচটি ত্রাণ শিবিরও গড়ে তুলেছেন। বঙাইগাঁও জেলার মানস নদীর জল অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় নাম্বারপাড়া, তৃতীয়, চতুর্থ ও প্রথম খণ্ড চর, বাংলাপাড়া, মাত্ৰাঘোলা, বড়ইচালা ইত্যাদি এলাকার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বন্যা কবলিত হয়েছে। কৃষিপ্রধান নাম্বারাপাড়া তৃতীয় খণ্ড, বাংলাপাড়া, শৌলমারি, নোয়াগাঁও, ঝাউবাড়ি প্রভৃতি অঞ্চলের কয়েক হাজার বিঘা ধান, পাটের খেত ইত্যাদি প্লাবিত হওয়ায় কৃষকদের মধ্যে চরম দুর্ভোগ দেখা দিয়েছে। অসম ও মিজোরাম সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ পাহাড়ী এলাকায় ভূমিধসের সতর্কতা জারি করেছে। ইটানগরে ধারাবাহিক বৃষ্টিপাতের কারণে ভূমিধসে গত বুধবার এক ব্যক্তি মারাও গেছেন।

Comments


bottom of page