top of page

অমর একুশ স্মরণে কোন্নগরের ছাত্রী নজির গড়লেন হস্তলিখনশিল্পে

২১শে ফেব্রুয়ারী - আন্তর্জাতিক মাতৃভাষা দিবস গোটা বিশ্বজুড়ে পালিত হলেও বাঙালীদের মধ্যে এই দিনটি নিয়ে স্বভাবিকভাবেই আবেগ অনেক বেশী। গতকাল সন্ধ্যা থেকেই শহর কলকাতার বিভিন্ন প্রান্তে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হচ্ছে। এরই মধ্যে "অমর একুশ" স্মরণে হুগলী জেলার কোন্নগরের বাসিন্দা সঞ্চিতা পোড়েল একটি অসাধারণ হাতে-লেখা পোস্টার তৈরী করে এক অনন্য নজির সৃষ্টি করলেন হস্তলিখনশিল্পে। একুশে ফেব্রুয়ারীর ভাষা শহীদ দিবসকে মাথায় রেখে কাগজে-কলমে ফুটিয়ে তুললেন এক অসাধারণ ছবি, যেখানে "অমর একুশ" কথাটা সোজা এবং উল্টো দুভাবেই পড়া যায়। দেখে নিন সেই ছবি -


Poster by Sanchita Porel
Poster by Sanchita Porel

সোজাভাবে আঁকা এই ছবিটিকেই যদি ১৮০ ডিগ্রী ঘুরিয়ে উল্টিয়ে দেখা যায়, তাহলেও "অমর একুশ" কথাটি একইরকমভাবেই পড়া যাবে। কলকাতার আশুতোষ কলেজের ছাত্রী সঞ্চিতার এই হাতের কাজ ইতিমধ্যেই সোস্যাল মিডিয়ায় প্রশংসিত হচ্ছে


Poster by Sanchita Porel (Rotated)
Poster by Sanchita Porel (Rotated)


Comments


bottom of page