মেহনতী জনতার বার্তা
প্রতিবাদ – এই শব্দটির সাথে আমরা বাঙ্গালীরা বেশ পরিচিত। স্বাধীনতার পূর্ব থেকেই বিভিন্ন অন্যায়-অবিচার-অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করে এসেছি আমরা। ১৯০৫ সালের বঙ্গভঙ্গ আন্দোলন থেকে ১৯৫৯ সালের খাদ্য-আন্দোলন হয়ে সাম্প্রতিককালে ২০০৭-০৮ সালের সিঙ্গুর-নন্দীগ্রাম, প্রতিটি ক্ষেত্রেই শাসকপক্ষের জনবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে আম-বাঙ্গালী। বর্তমান সময়েও আমরা দেখতে পাচ্ছি ভাঙ্গর-ভাবাদীঘিতে সাধারণ মানুষের প্রতিবাদ, সাম্প্রদায়িক হিংসার বিরুদ্ধে প্রতিবাদ, কলেজ স্ট্রীটে সভা-সমাবেশের উপরে নেমে আসা নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিবাদ, কেন্দ্রের ও রাজ্যের সরকারের বিভিন্ন অগণতান্ত্রিক আচরণের বিরুদ্ধে প্রতিবাদ। বিগত সময়ে এই বাংলা প্রত্যক্ষ করেছে দলমতনির্বিশেষে “হোক কলরব”-এর মতন প্রতিবাদ; সাক্ষী থেকেছে বাঙ্গালী সংস্কৃতির উপরে নামিয়ে আনা আঘাতের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচীর।
আজকের সমাজে প্রতিনিয়ত ঘটে যাওয়া অন্যায়-অবিচার-অত্যাচারের যে ঘটনাগুলিতে বাঙ্গালীর প্রতিবাদ করা দরকার, সেইগুলিকে সকলের কাছে পৌঁছে দেওয়াটাও এক গুরুদায়িত্ব। এই দায়িত্ব নেওয়ার একটি ক্ষুদ্র প্রচেষ্টা, বাঙ্গালীর প্রতিবাদী মননটিকে বাঁচিয়ে রাখার একটা ছোট্ট প্রয়াস, প্রতিবাদ করবার অধিকার সম্বন্ধে সচেতন করবার একটি সামান্য উদ্যোগ এবং সর্বোপরি মেহনতী জনতার বার্তা সমাজের সর্বত্র ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আমাদের এই News Portal – প্রতিবাদী বাংলা
--- Team প্রতিবাদী বাংলা