আদুরে মেয়ে বাংলাস্নিগ্ধা তলাপাত্রFeb 21, 20201 min readবাংলা আমার আদুরে মেয়েবাংলা ভাষাটি ভারী মিষ্টিবাংলা আছে হৃদয় জুড়েঅপূর্ব এক সৃষ্টিবাংলায় কথা কইলে পরেবুকের ভিতরে নড়েচড়েকবেকার কোন রূপকথাবাংলায় গান গাইলে পরেলোক জমে যায় সদর দোরেজানালা দিয়ে পালায় ব্যথাবাংলাকে তাই ভালোবেসেসব ভাষারই কাছে আসিভাষা-সমুদ্রে ভাসতে ভাসতেদেখি মায়ের মুখের সরল হাসি ।।
Comentarios