top of page

আদুরে মেয়ে বাংলা



বাংলা আমার আদুরে মেয়ে

বাংলা ভাষাটি ভারী মিষ্টি

বাংলা আছে হৃদয় জুড়ে

অপূর্ব এক সৃষ্টি


বাংলায় কথা কইলে পরে

বুকের ভিতরে নড়েচড়ে

কবেকার কোন রূপকথা


বাংলায় গান গাইলে পরে

লোক জমে যায় সদর দোরে

জানালা দিয়ে পালায় ব্যথা


বাংলাকে তাই ভালোবেসে

সব ভাষারই কাছে আসি

ভাষা-সমুদ্রে ভাসতে ভাসতে

দেখি মায়ের মুখের সরল হাসি ।।

Comentarios


bottom of page