top of page

এক ঝলকে কেন্দ্রীয় বাজেট ২০১৯


গত ৫ই জুলাই, ২০১৯ তারিখে সংসদে দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কেন্দ্রীয় বাজেট পেশ করলেন। দেখে নাওয়া যাক এক ঝলকে এই বাজেটের গুরুত্বপূর্ণ বিষয়গুলিঃ


১। পেট্রোল এবং ডিজেলে ১ টাকা করে সেস বসতে চলেছে; ফলে আগামীদিনে আরো মহার্ঘ্য হবে পেট্রোপণ্য ২। সোনা ও অন্যান্য মূল্যবান ধাতুর উপরে আমদানী শুল্ক ১০% থেকে বেড়ে ১২.৫% হতে চলেছে


৩। গাড়ীর যন্ত্রাংশ, অপটিক্যাল ফাইবার, ডিজিট্যাল ক্যামেরা, কয়েক ধরণের কৃত্রিম রবার ও ভিনাইল ফ্লোরিং-এর উপরে বাড়তে চলেছে আমদানী শুল্ক


৪। আমদানী করা বইয়ের উপরে আমদানী শুল্ক বসতে চলেছে ৫%


৫। বিদেশ থেকে বিদেশে তৈরী প্রতিরক্ষার সরঞ্জাম আমদানীর ক্ষেত্রে কোন আমদানী শুল্ক লাগু হবে না


৬। সম্পূর্ণ অটোমেটেড জি.এস.টি রিটার্ন চালু হতে চলেছে


৭। বার্ষিক ২ কোটি থেকে ৫ কোটি টাকা এবং ৫ কোটির ঊর্ধ্বে আয় করা ব্যক্তিদের বাড়তি সারচার্জ দিতে হবে; ট্যাক্স রেট বার্ষিক ২ কোটি থেকে ৫ কোটি টাকা আয় করা ব্যক্তিদের ক্ষেত্রে ৩% এবং ৫ কোটির ঊর্ধ্বে আয় করা ব্যক্তিদের ক্ষেত্রে ৭% বাড়বে


৮। বছরে ব্যাঙ্ক থেকে এক কোটি টাকার বেশী তুললে আয়ের উৎসমুখে কর কাটা হবে ২% হারে


৯। প্যান এবং আধার কার্ড একটি অপরের বদলে ব্যবহার করা যাবে


১০। সাড়ে তিন লক্ষ টাকা অবধি গৃহঋণে ছাড় মিলবে; ১৫ বছরের মেয়াদে গৃহঋণ নিলে ছাড় পাওয়া যাবে সাত লক্ষ টাকা অবধি


১১।স্টার্ট আপ সংস্থাগুলি যে তহবিল সংগ্রহ করবে, তার উপরে ইনকাম ট্যাক্স স্ক্রুটিনি হবে না


১২। যে কোম্পানীগুলির বার্ষিক টার্ন-ওভার ৪০০ কোটি পর্যন্ত তাদের কর্পোরেট ট্যাক্স দিতে হবে ২৫%


১৩। বার্ষিক পাঁচ লক্ষ টাকা পর্যন্ত আয়ের উপরে কোন আয়কর দিতে হবে না


১৪। আগামী পাঁচ বছরে পরিকাঠামোয় ১০০ লক্ষ কোটি টাকা বিনিয়োগ করা হবে


১৫। যে স্বনির্ভর গোষ্ঠীর মধ্যে অন্তত একজন মহিলা আছেন, তারা মুদ্রা প্রকল্পে ১ লক্ষ টাকা অবধি ঋণ পাওয়ার জন্য উপযুক্ত রূপে বিবেচিত হবে


১৬। উজালা যোজনায় ৩৫ কোটি এলইডি বাল্ব বিক্রি করা হবে


১৭। স্টার্ট আপদের জন্য একটি টিভি চ্যানেল খোলা হবে


১৮। বিভিন্ন শ্রম আইনকে একসঙ্গে যুক্ত করে চারটি লেবার কোড তৈরী হবে


১৯। খেলো ইন্ডিয়া প্রকল্পের আওতা বাড়ানো হবে


২০। প্রধানমন্ত্রী আবাস যোজনায় ৮১ লক্ষ বাড়ী বানানো হবে


২১। উইকিপিডিয়ার মতন গান্ধীপিডিয়া তৈরী করা হবে


২২। জম্মু-কাশ্মীরে মেট্রো রেল তৈরী করবার জন্য ৮,৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে


২৩। ২০২৪ সালের মধ্যে দেশের প্রত্যেক গ্রামীণ বাড়ীতে পানীয় জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে


২৪। ২০২২ সালের মধ্যে দেশের প্রত্যেক বাড়ীতে দূষণমুক্ত জ্বালানী পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে


২৫। ১, ২, ৫, ১০ এবং ২০ টাকার নতুন কয়েন বের করা হবে

122 views0 comments
bottom of page