প্রাথমিক শিক্ষকদের মিছিল ঘিরে ধুন্ধুমার কান্ড কলকাতায়
- প্রতিবাদী বাংলা
- Jun 25, 2019
- 1 min read

ন্যায্য PRT Scale-এর দাবীতে UUPTWA-এর শান্তিপূর্ণ মিছিলের উপরে পুলিশের আক্রমণ; গ্রেফতার সংগঠনের নেতৃবৃন্দ। UUPTWA-র দাবী যে আগে থেকে প্রশাসনের পক্ষ থেকে অনুমতি গ্রহণ করে সংগঠনের দাবীসনদ নিয়ে বিধানসভায় গতকাল শিক্ষামন্ত্রীর সাথে দেখা করবার কথা থাকলেও, যাওয়ার পথেই রাণী রাসমণি রোডে পুলিশ মিছিল আটকায় এবং জলকামান ব্যবহার করে মিছিলে উপস্থিত প্রাথমিক শিক্ষকদের উপরে। এর সাথে সাথে পুলিশদের পক্ষ থেকে লাঠিচার্জ ও অভব্য আচরণ করা হয়েছে বলেও অভিযোগ করেছেন মিছিলে উপস্থিত শিক্ষকরা। মিছিল বাধাপ্রাপ্ত হওয়ার পর থেকেই রাস্তায় অনির্দিষ্টকালের জন্য অবস্থানে বসে পড়েন মিছিলে উপস্থিত প্রায় হাজার পাঁচেক প্রাথমিক শিক্ষকেরা। প্রসঙ্গতঃ, গত কয়েক বছর ধরেই ন্যায্য PRT Scale-এর দাবীতে আন্দোলন সংঘটিত করছে প্রাথমিক শিক্ষকদের অরাজনৈতিক সংগঠন UUPTWA।
Comments