ঝাড়গ্রাম পৌর এলাকায় গণ ডেপুটেশান বামেদের
- প্রতিবাদী বাংলা
- Jul 20, 2019
- 1 min read

২৫ দফা দাবী নিয়ে গতকাল ১৯শে জুলাই ঝাড়গ্রামের মহকুমাশাসকের কাছে একটি ডেপুটেশন দিলেন ঝাড়গ্রাম জেলার বামফ্রন্ট নেতৃত্ব। বিগত ২০১৮ সালের নভেম্বর মাসেই মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে ঝাড়গ্রাম পৌরসভার। কিন্তু এখনও অবধি নির্বাচন না হওয়ায়, ঝাড়গ্রাম মহকুমার মহকুমাশাসক ঝাড়গ্রাম পৌরসভার প্রশাসকরূপে দায়িত্ব পালন করছেন। এমতাবস্থায়, দীর্ঘদিন ধরে ঝাড়গ্রাম পৌরসভা এলাকার বাসিন্দারা বিভিন্ন সমস্যার মুখে পড়ছেন। সেই সমস্ত সমস্যা এবং সার্বিকভাবে ঝাড়গ্রাম শহরের উন্নয়নের পক্ষে মোট ২৫ দফা দাবী সম্মিলিত একটি দাবীসনদ নিয়ে গতকাল ঝাড়গ্রাম পৌরসভায় একটি গণ ডেপুটেশন দেন ঝাড়গ্রাম জেলা বামফ্রন্ট নেতৃত্ব। এই প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ এবং সিপিআই(এম) ঝাড়গ্রাম জেলা সম্পাদক কমঃ পুলিনবিহারী বাস্কে, সিপিআই(এম) ঝাড়গ্রাম জেলা কমিটির সদস্য কমঃ বিভূতি মিদ্দা ও কমঃ পার্থ যাদব, সিপিআই-এর যুব নেতা কমঃ প্রতীক মৈত্র, এআইটিইউসি-র নেতৃত্ব কমঃ গুরুপদ মন্ডল এবং স্থানীয় সিপিআই(এম) নেতৃত্ব কমঃ নভেন্দু হোতা, কমঃ তুষার দাস সহ জেলা বামফ্রন্টের নেতৃবৃন্দ।
Comments