top of page

রাস্তার উন্নয়নের দাবীতে পথ অবরোধ গড়িয়াতে



দক্ষিণ ২৪ পরগণা জেলার কলকাতা লাগোয়া রাজপুর-সোনারপুর পৌরসভার ২ নং এবং ৩ নং ওয়ার্ডের বাসিন্দাদের দীর্ঘদিনের অভিযোগ যে এই দুইটি ওয়ার্ডের মধ্যবর্তী যান চলাচলের প্রধান যে রাস্তা, সেই ঢালুয়া-পাঁচপোতা মেইন রোডের ভাঙ্গাচোরা অবস্থার ফলে ওয়ার্ডের জনজীবন দুর্বিষহ হয়ে পড়েছে। একদিকে রাস্তার উন্নয়নের জন্য ছিটেফোঁটা কাজও হচ্ছে না, অন্যদিকে উন্নয়নের নামে ওয়ার্ডের কাউন্সিলাররা "কাট-মানি" নিচ্ছেন বলে এলাকাবাসীর একাংশ অভিযোগ করছেন। ঢালুয়া-পাঁচপোতা মেইন রোডের অবিলম্বে উন্নয়নের দাবীতে এবং জল-নিকাশী সমস্যার স্থায়ী সমাধানের দাবীতে গতকাল ২৩শে জুন সকাল থেকে স্থানীয় এলাকাবাসীরা গড়িয়া স্টেশনের কাছে ঢালুয়া-পাঁচপোতা মেইন রোড অবরোধ করেন। অবরোধ তুলতে স্থানীয় নরেন্দ্রপুর থানার পুলিশকর্তারা এলে, তাঁদের সামনে ক্ষোভে ফেটে পড়েন অবরোধকারীরা। প্রায় ঘন্টা-তিনেক অবরোধ চলবার পরে পুলিশ-প্রশাসনের পক্ষ থেকে প্রশাসনিক স্তর থেকে রাস্তার উন্নয়নের বিষয়টি খতিয়ে দেখবার আশ্বাস পাওয়ার পরে অবরোধকারীরা অবরোধ তুলে নেন। যদিও অবরোধকারীদের পক্ষ থেকে জানানো হয়েছে যে বিগত প্রায় দশ বছর ধরে রাস্তার এই অবস্থার কথা বিভিন্ন সময়ে রাজপুর-সোনারপুর পৌরসভা, স্থানীয় ও রাজ্য প্রশাসনে জানানো হলেও, বাস্তবে কোন কাজের কাজ হয় নি। তাই আগামীদিনে প্রশাসনিক স্তর থেকে যদি অবিলম্বে কোনও ব্যবস্থা না গ্রহণ করা হয়, তবে আরো বড় আন্দোলনের পথে যে তাঁরা হাঁটতে বাধ্য হবেন, এমনটাই সংবাদমাধ্যমকে জানান স্থানীয় বাসিন্দারা

57 views0 comments

Yorumlar


bottom of page